দেবশ্রী চক্রবর্তী বৈদিক শ্লোকের মতন বয়ে যায় কাল । কালের দীর্ঘ যাত্রা পথে গড়ে ওঠা নগর, গ্রাম, শিল্প, নটনটীদের চলমান চিত্র কালের স্রোতে এক ছলাতে কোথায় মিলিয়ে যায় ।তারপর বর্তমানের বাকে এসে যুগযুগান্ত ধরে বহমান সভ্যতার নদী খাত শুকিয়ে জীবাস্মে পরিনত অতীত উঠে আসে ইতিহাসের পাতায় । আজ অতীতের এক নদী খাতে ক্ষনন কার্য চালিয়ে … বিস্তারিত
