চলে যাই… চলে যেতে যেতে সম্মুখে তাকাই, সম্মুখে ফেরাই পা পেছনে ফেলে রাখি স্মৃতিমুখর শৈশবে ফেলে যাওয়া গাঁ। তারপর চলে যাই… চলে যেতে যেতে নিজেতে তাকাই কোনদিকে যাই, পা বাড়াই কোনদিকে? সম্মুখ নাকি পেছন, পেছন নাকি সম্মুখে? জেনে নিও, যেদিকে যখন হাঁটি সেদিকই তখন সম্মুখ- সবদিকব্যাপী-ই স্মৃতিরা উন্মুখ।
