বাংলাদেশের ক্রিকেটাররা কে কত টাকা বেতন পান?

স্পোর্টস : নতুন চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট দলে বেশ পরিবর্তনই হয়েছে। বিসিবির নতুন চুক্তিতে অন্তর্ভূক্ত করা হয়েছে নতুনদের, আবার বাদ দেয়া হয়েছে কয়েকজন পুরনো সিনিয়র খেলোয়াড়কে। সিনিয়র ক্রিকেটার আবদুর রাজ্জাক দলে জায়গা না পেলেও এতদিন বিসিবি তাকে বেতন ভাতা দিয়ে এসেছে। এ তালিকায় ছিলেন রবিউল ইসলাম ও সোহাগ গাজীও।
কিন্তু বিসিবির চুক্তির পরিসর বাড়ানো ও নতুনদের সুযোগ দেয়ায় বাদ দেয়া হয়েছে এদের। ওই ৩ জনের পরিবর্তে নতুন করে চুক্তিতে অন্তর্ভূক্ত করা হয়েছে তাইজুল ইসলাম, আল আমিন ও আরাফাত সানিকে। বিসিবির নির্ধারিত ‘ডি’ ক্যাটাগরির হিসাবে মাসে ৬০ হাজার করে পাবেন এই তিনজন। মুমিনুল হক ও এনামুল হক বিজয় বেতন পাবেন ‘সি’ ক্যাটাগরিতে অর্থাৎ ৯০ হাজার টাকা তাদের মাসিক বেতন।
নতুন চুক্তিতে ইমরুল কায়েস, রুবেল হোসেন, নাসির হোসেন ও শফিউল ইসলাম পাবেন ‘বি’ ক্যাটাগরিতে বেতন ১ লাখ ২০ হাজার টাকা। একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ এ ক্যাটাগরিতে ১ লাখ ৭০ হাজার টাকা করে বেতন পাবেন।
বিসিবির এ+ ক্যাটাগরিতে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ওয়ানডে সহ-অধিনায়ক সাকিব আল হাসান, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও টেস্ট সহ-অধিনায়ক তামিম ইকবাল ২ লাখ টাকা করে পেতেন। নতুন চুক্তিতে তারা একই পরিমান বেতন পাবেন।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান, আমাদের কিছু এজেন্ড রয়েছে। আপাতত বেতন কাঠমো এমনই থাকছে। বিসিবির পরবর্তী মিটিংয়ে এ নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।
(স্বাধীনবাংলা/আরএইচ)
আরো খবর »
-
প্রস্তুত হচ্ছেন অপু
-
সালমান শাহ'র স্ত্রী সামিরা ও ডনের যে ছবি ভাইরাল
-
সিরিয়ালে নারীদের অবস্থান হাস্যকর
-
বরের বয়স ৯ কনের ১৮, ব্যাপক তোলপাড়!
-
আমি মানসিকভাবে অসুস্থ, যা বলেছি সব মিথ্যা: রুবি
-
যে কারণে বিয়ের রাতে লাল শাড়ি পরতে বলা হয়
-
শাকিবের জন্য মধ্যরাতে অপুর পোলাও রান্না
-
'প্লিজ দেবের বিয়েটা দিয়ে দিন'
-
এবার আর গলবে না আপনার সাধের আইসক্রিম, জানেন কীভাবে?